http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org


Home Song Lyrics S

Song Name: Suddha Bhakata Carana Renu

Official Name: Bhakti Anukula Matra Karyera Svikara Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

()

শুদ্ধ-ভকত-চরণ-রেণু,

ভজন-অনুকূল

ভকত-সেবা, পরম-সিদ্ধি,

প্রেম-লতিকার মূল

 

()

মাধব-তিথি, ভক্তি-জননী,

যেতনে পালন করি

কৃষ্ণ-বসতি, বসতি বলি,

পরম আদরে বরি

 

()

গৌর আমার, যে-সব স্থানে,

করল ভ্রমণ রঙ্গে

সে-সব স্থান, হেরিব আমি,

প্রণয়ি-ভকত-সঙ্গে

 

()

মৃদঙ্গ-বাদ্য, শুনিতে মন,

অবসর সদা যাচে

গৌর-বিহিত, কীর্ত্তন শুনি,

আনন্দে হৃদয় নাচে

 

()

যুগল-মূর্ত্তি, দেখিয়া মোর,

পরম-আনন্দ হয়

প্রসাদ-সেবা করিতে হয়,

সকল প্রপঞ্চ জয়

 

()

যে-দিন গৃহে, ভজন দেখি,

গৃহেতে গোলোক ভায়

চরণ-সীধু, দেখিয়া গঙ্গা,

সুখ সা সীমা পায়

 

()

তুলসী দেখি, জুড়ায় প্রাণ,

মাধব-তোষণী জানি

গৌর-প্রিয়, শাক-সেবনে,

জীবন সার্থক মানি

 

()

ভকতিবিনোদ, কৃষ্ণ-ভজনে,

অনকূল পায় যাহা

প্রতি-দিবসে, পরম-সুখে,

স্বীকার করয়ে তাহা

 

UPDATED: May 15, 2010